অ্যান্ড্রয়েড ফোনের গোপন কোড জেনে নিন/Find out the secret code of Android phone

অ্যান্ড্রয়েড ফোন সবাই ব্যবহার করে আর ফোন কেনার সময় অবশ্যই আসল না নকল দেখে কিনা ভাল।অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় দেখে,বুঝে কিনা ভাল কারন দামি কোম্পানির লোগু থাকলেইযে ফেনটি ভাল হবে এমন কোন কথা না।কারন ফোনটি কিনার সময় সেটা আসল কিনা নকল যাচাই বাচাই করা ভাল।আর অ্যান্ড্রয়েড ফোন ভিবিন্ন ধরনের specification থাকে সেটা উপর ভিত্তি করে কেনাটা ভাল বার ভাল Brand হলেই যে ফোন ভাল হবে তা না।

শিখে নিন Android এর কিছু গোপন কোড - hidden secret Codes / Android secret...  | Android codes, Samsung galaxy phone, Coding

আর Android Phone কেনার আগে কিছু জিনিস আছে যা ভাল করে দেখে নেয়ার দরকার হয় ।ফোনের Configuration মধ্যে যেটা বেশী জরুরি সেটা হল এর RAM। আপনার মোবাইল এর RAM যত ভাল হবে ফোন তত ফাস্ট হবে।এবং র্যা মের সাথে মানানসই প্রসেসর আছে কিনা ইত্যাদি।

অ্যান্ড্রয়েড ফোনের গোপন কোড জেনে নিন

অ্যানড্রোয়েড ফোনের জরুরি কিছু কোড যা আপনার যে কোন সময় কজে লগতে পারে। Bangla

১. আপনার ফোনের ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে এই কোডটি *#*#৮৩৫১#*#* ডায়াল করতে পারেন।
২. আপনার ফোনের Software and hardware এর যাবতীয় তথ্য জানতে এই কোডটি *#১২৫৮০*২৬৯# ডায়াল করতে পারেন।
৩. আপনার ফোনের camera এর যাবতীয় তথ্য জানতে এই কোডটি *#*#৩৪৯৭১৫৩৯#*#* ডায়াল করতে পারেন।
৪. আপনার ফোনের Basic Information এর যাবতীয় তথ্য জানতে এই কোডটি *#*#৪৬৩৬#*#* ডায়াল করতে পারেন।


৫. আপনার ফোনের Factory reset setting এর জন্য এই কোডটি *#*#৭৭৮০#*#* ডায়াল করতে পারেন।
৬. আপনার ফোনের Bluetooth setting এর ঠিক কিনা জনতে কোডটি *#*#৭৭৮০#*#* ডায়াল করতে পারেন।
৭. আপনার ফোনের RAM memory version জানার জন্য এই কোডটি *#*#৭৭৮০#*#* ডায়াল করতে পারেন।
৮.আপনার মোবাইলের IMEI নম্বর জানার জন্য ডায়াল করুন *#০৬#।
৯. আপনার ফোনের Touchscreen version জানার জন্য এই কোডটি *#*#2663#*# ডায়াল করতে পারেন।
১০. আপনার ফোনের WiFi MAC Address জানার জন্য এই কোডটি *#*#232338#*#* ডায়াল করতে পারেন।
১১. আপনার ফোনের RAM version test জানার জন্য এই কোডটি *#*#৩২৬৪#*# ডায়াল করতে পারেন।

Post a Comment

0 Comments